সোমবার, ২১ জুলাই, ২০১৪

ঔষধি গাছ স্নুহি (মনসা)



পুজোতে এই গাছকে ব্যাবহার করা হয় । ভারতবর্ষের বহু জায়গায় এমনকি বাংলাদেশ, ভুটানেও এর সাক্ষাত মেলে। এই গাছ খুব উচু হয়না, ডালপালা খুব বেশি থাকেনা, একেবারে সজা হয়ে উপরে উঠে ।
ওষুধ হিসেবে মনসার মুল, কান্ড, শুকনো আঠা এবং পাতার রস ব্যাবহার করা হয়।

প্রয়োগ এবং ব্যাবহারঃ

১। হুপিং কাশিতে- মনসার কয়েকটা পাতা নিয়ে আগুনে সেঁকে নিয়ে হাতে চেপে রস করুন। এবার এই রসে একটু চিনি বা লবন মিশিয়ে দু-তিনদিন খান।
২। আকজিমা রোগে- মনসার কাণ্ড নিয়ে প্রথমে ক্বাথ তৈরি করুন। এই ক্বাথ সরষের তেলে পাক করে ঐ জায়গায় লাগান । তেলের চারগুন নেবেন মনসার কাণ্ড, আর তার চার গুন নেবেন পানি। একভাগ থাকতে নামিয়ে নেবেন।
৩। মাথার বিক্ষিপ্ত টাকে- মনসার আঠা দিয়ে তৈরি তেল মাথার লাগালে বিক্ষিপ্ত টাক সেরে যাবে।
৪। প্রমেহ রোগে- ৩ থেকে ৪ ফোটা মনসার ক্ষীর বাতাসার মাঝে নিয়ে ১৫-২০ দিন খান।
৫। মেয়েদের বেতো চুলে- ২০ থেকে ২৫ গ্রাম নারকেল তেল একটা লোহার হাতায় নিয়ে আগুনে চাপান। গরম হলে তার সঙ্গে ২৫ থেকে ৩০ গ্রাম মনসার আঠা একটু একটু করে মিশিয়ে নাড়তে থাকুন যতক্ষন না চটচটে হয়। অতঃপর নামিয়ে শিশিতে রেখে দিন ।

বিশেষ দ্রষ্টব্যঃ

মনসার আঠা দিয়ে তৈরি তেল একদিন অন্তর অন্তর লাগান ।
যেখানে টাক হয়েছে সেখানেই কেবল লাগাবেন।



শেয়ার করুন

Author:

A dedicated government professional with a passion for photography, book reading, and traveling. Holding a Bachelor of Social Science (BSS), I am also a professional graphics designer with extensive experience in the field. When I'm not working, I enjoy blogging to share my thoughts and experiences with a wider audience.